ছবি : সংগৃহীত
advertisement
দক্ষিণ সুদানে বৃদ্ধাকে হত্যার দায়ে এক ভেড়াকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ভেড়াটির বিরুদ্ধে ওই প্রবীণ নারীর ওপর হামলা এবং মাথা দিয়ে তার বুকে একাধিবার আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
বিমপারস ডটকম নামের একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আদালতের রায়ে ভুক্তভোগী নারীর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে পাঁচটি গরু দিতে ভেড়ার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।
Nagad
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রুমবেক শহরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। শহরের একটি আদালতের রায়ে বলা হয়েছে, ভেড়ার হামলার কারণেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সুদানের লেকস স্টেটের আইন অনুযায়ী, যেকোনও পোষা প্রাণি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে মালিককে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিতে হয়।